রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি রপ্তানিতে চুক্তি করল ভেনেজুয়েলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম
ভেনেজুয়েলার পতাকা
expand
ভেনেজুয়েলার পতাকা

প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিদেশে রপ্তানির চুক্তিতে পৌঁছেছে ভেনেজুয়েলা। শনিবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানান দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।

জাতীয় উৎপাদনশীল অর্থনীতি কাউন্সিলের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ডেলসি রদ্রিগেজ বলেন, রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস খাতের নিজস্ব উদ্যোগের ফলেই এই রপ্তানি চুক্তি বাস্তবায়িত হয়েছে। এটি সরকারের নতুন অর্থনৈতিক রূপরেখার গুরুত্বপূর্ণ অংশ, যার মূল লক্ষ্য অর্থনীতিকে বহুমুখী করা এবং আমদানিনির্ভরতা কমিয়ে আনা।

তিনি আরও জানান, হাইড্রোকার্বন খাত থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আর জ্বালানি আমদানিতে ব্যয় করা হবে না। বরং সেই অর্থ সামাজিক কল্যাণ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো হবে। এ লক্ষ্যে একটি সার্বভৌম সম্পদ তহবিল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।

ডেলসি রদ্রিগেজের ভাষায়, ভবিষ্যতে কৃষি, মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প ও পর্যটনের মতো উৎপাদনমুখী খাতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আর্থিক বা মুদ্রাভিত্তিক জল্পনামূলক কর্মকাণ্ডে অর্থ ব্যবহারের পরিকল্পনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ওই অভিযানে প্রায় ২০০ জন নিহত হন। একই সঙ্গে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। পরে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X