

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিলগুলোর শুনানি আজ অষ্টম দিনে গড়িয়েছে। নির্বাচন কমিশনে (ইসি) এ দিনের আপিল শুনানির কার্যক্রম চলছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্টে অবস্থিত অডিটোরিয়ামে শুনানি শুরু হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।
আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
এর আগে গতকাল কমিশনে শুনানির জন্য উপস্থাপিত ৪৩টি আপিল আবেদনের মধ্যে ১৮টি মঞ্জুর করা হয়েছে। একই সময়ে ১৭টি আপিল আবেদন খারিজ করা হয়। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে করা চারটি আপিলও নামঞ্জুর করেছে কমিশন। আরও চারটি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তির কথা রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন

