বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম
নেপালে টানা ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৯ জনের প্রাণহানি
expand
নেপালে টানা ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৯ জনের প্রাণহানি

নেপালে টানা ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৯ জনের প্রাণহানি হয়েছে। দেশটির পুলিশ সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে বলে স্থানীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৩ অক্টোবর) থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোশি প্রদেশ। সেখানে ৩৬ জন এবং মধেশ প্রদেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশজুড়ে ১১ জন নিখোঁজ ও ১৩ জন আহত হয়েছেন।

ইলাম জেলায় ভূমিধসে একাই ২৭ জনের প্রাণহানি হয়েছে, এখনো পাঁচজন নিখোঁজ। উদয়পুরে বন্যা ও ভূমিধসে দুজনের মৃত্যু এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খোটাংয়ে বজ্রপাতে একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। ভোজপুরে বজ্রপাতে আরও দুজন আহত হয়েছেন। পঞ্চথর জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

মধেশ প্রদেশের রানিরহাট এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বরায় একজন, রাসুয়ায় চারজন এবং কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে একজনের প্রাণহানি ঘটেছে। মাকোয়ানপুরে বজ্রপাতে একজন আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসনের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন