

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা অঞ্চলে শক্তিশালী ভূকম্পন আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপকূলবর্তী এলাকাটি ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সুনামির কোনো ঝুঁকি নেই।
দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূমির প্রায় ১০ কিলোমিটার নিচে। অন্যদিকে চীনা বার্তা সংস্থার তথ্যে বলা হয়েছে, জিওসায়েন্সেস–এর জার্মান গবেষণা কেন্দ্র (জিএফজেড) ৬.২ মাত্রা রেকর্ড করেছে। প্রাথমিক নির্ণয়ে দেখা যায়, উৎপত্তিস্থল ছিল ২.৬৮° উত্তর অক্ষাংশ ও ৯৫.৯৬° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি, প্রায় ১০ কিলোমিটার গভীরে।
এর আগের দিন রাত ১২টার দিকে দেশটির নর্থ সুলাওয়েসি এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.১। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, কম্পনটির উৎস ছিল তন্দানো শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণে এবং গভীরতা প্রায় ১২১ কিলোমিটার।
মন্তব্য করুন

