

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অপমানের কারণে ক্ষুব্ধ হয়ে বিএনপি ত্যাগ করে কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম পাটোয়ারী ও সহপ্রচার সম্পাদক দেলোয়ার হোসেনসহ একাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নে জামায়াতের অফিসে এ যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় যোগদানকৃত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা।
নুর ইসলাম পাটোয়ারী বলেন, বিএনপির ভেতরে শৃঙ্খলা ও আন্তরিকতার অভাবের কারণে আমি লজ্জিত ও হতাশ হয়ে পড়েছিলাম। বিভিন্ন সভা-সমাবেশে আমাকে অপমানিত হতে হয়েছে। ‘তোমরা দিনে বিএনপি, রাতে জামায়াত’—এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হতো। তাই আমি সম্প্রতি বিএনপি থেকে অব্যাহতি নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।
বাতিসা ইউনিয়ন জামায়াতের আমির সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর বলেন, নুর ইসলাম পাটোয়ারীসহ কয়েকজন নেতা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, যারা যোগ দিয়েছেন, তারা মূলত আগেও জামায়াতে ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। বিএনপির কেউ জামায়াতে যোগ দেয়নি।
মন্তব্য করুন
