

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারি আয়োজন সড়কে চাপ বাড়ায়। ফলে দিনের শুরুতেই কোন এলাকায় কোন অনুষ্ঠানের কারণে যানবাহন চলাচলে প্রভাব পড়তে পারে—তা জানা জরুরি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর উল্লেখযোগ্য কিছু কর্মসূচি নিচে তুলে ধরা হলো।
সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন স্মৃতিস্তম্ভে শহীদ ডা. শামসুল আলম মিলন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি।
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বক্তব্য দেবেন এক আলোচনা সভায়।
দুপুর আড়াইটায় শাহাজাহানপুর মৈত্রী সংঘ এলাকা থেকে মির্জা আব্বাসের পক্ষে একটি গণমিছিল বের হওয়ার কথা রয়েছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সকাল ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হবে। এটি শেরে বাংলা নগরের বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। র্যালির নেতৃত্ব দেবেন প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার।
কামরাঙ্গীরচরে সকাল সাড়ে ১০টায় জাতীয় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাত ৮টায় পশ্চিম শেওড়া পাড়া এলাকায় ঢাকা-১৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
মন্তব্য করুন
