মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানির দাপুটে ৬ গোল, বিশ্বকাপের টিকিটও নিশ্চিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫১ এএম
জার্মানির বিধ্বংসী পারফরম্যান্স।
expand
জার্মানির বিধ্বংসী পারফরম্যান্স।

২০২৬ সালের বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে আবারও নিজেদের আধিপত্য দেখাল জার্মানি।

সোমবার রাতে লাইপজিগে গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে স্লোভাকিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা সরাসরি জায়গা করে নিল বিশ্বকাপের মূল আসরে।

ম্যাচটিতে কেবল ড্র করলেই নিশ্চিত হতো তাদের গ্রুপ-চ্যাম্পিয়ন হওয়া এবং সেই সঙ্গে বিশ্বকাপের টিকিটও। বিপরীতে জয় পেলে স্লোভাকিয়াও পেত সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ।

তবে শুরু থেকেই জার্মানির চাপের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি অতিথিরা। জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রেখে ম্যাচে কোনো অঘটনের সুযোগই দেয়নি।

নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড নিক ওল্টেমাডে লুক্সেমবার্গের বিপক্ষে আগের ম্যাচে দুই গোল করেছিলেন। সেই ফর্ম ধরে রেখে জোশুয়া কিমিখের ক্রস থেকে জোরালো হেডে দলকে প্রথমে এগিয়ে নেন তিনি।

এরপর একের পর এক আক্রমণে স্লোভাকিয়ার ডিফেন্সকে পরাস্ত করে জার্মানি। লিওন গোরেটস্কার দারুণ এক থ্রু-পাস থেকে সার্জ জিনাব্রি জালে পাঠান দ্বিতীয় গোল। কিছুক্ষণ পর ফ্লোরিয়ান ভির্টজের সুন্দর ক্রস ধরে লেরয় সানে তৃতীয় গোল করেন। বিরতির ঠিক আগে ভির্টজ ও সানের সমন্বয়ে আরও একটি গোল যোগ হলে ব্যবধান দাঁড়ায় ৪-০।

বিরতির পর খেলা কিছুটা ধীরগতির হলেও ৬৫ মিনিটে জিনাব্রির পাসে রিডলে বাকু করেন পঞ্চম গোল-২০২১ সালের পর যা তার প্রথম আন্তর্জাতিক গোল। মাত্র দুই মিনিট পর বদলি হিসেবে নামা তরুণ আসান ওউএদ্রাওগো দলের ষষ্ঠ গোল করেন, তাতে পূর্ণতা পায় জার্মানির বড় জয়।

এ ম্যাচে শুধু আক্রমণভাগ নয়, রক্ষণেও দৃঢ়তা দেখায় জার্মানি-টানা চার ম্যাচ ক্লিনশিট রেখে তারা প্রমাণ করেছে রক্ষণও সমান শক্তিশালী। প্রথমার্ধের শুরুতে স্লোভাকিয়া একবার সমতার কাছে গিয়েছিল; তবে গোলরক্ষক অলিভার বাউমান গুরুত্বপূর্ণ সেভে দলকে রক্ষা করেন।

এই হারে স্লোভাকিয়ার আর সরাসরি বিশ্বকাপে ওঠার সুযোগ থাকল না। এখন তাদের লড়তে হবে প্লে-অফে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন