

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ সদর উপজেলার রিচি এলাকায় দারুন নাজাত হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র রাজি ইবনে মাহবুব (৯) এর মরদেহ চোখ বিহীন অবস্থায় খোয়াই নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত রাজি, শহরের মাওলানা মাহবুবুর রহমানের ছেলে এবং রিচি মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষকের সন্তান।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাজি ৬ জানুয়ারি মঙ্গলবার আসরের নামাজের পর মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছিল। কিন্তু কোনো সন্ধান না মেলায়, রাতে হবিগঞ্জ সদর পুলিশ ফোর্স খোয়াই নদীর পাড়ে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় রাজির দুই চোখও কেটে ফেলা হয়েছিল, যা ঘটনাটিকে আরও রহস্যজনক এবং মর্মান্তিক করে তুলেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “ঘটনাটি জটিল মনে হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
