রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গণঅধিকার থেকে নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
expand
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

গণঅধিকার পরিষদ থেকে দলের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ও বহিষ্কার করার তথ্যটি ভুয়া বলে জানিয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

এর আগে দলের সভাপতি পদ থেকে নুরুল হক নুরকে বহিষ্কারের একটি ভুয়া নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই নোটিশে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সই রয়েছে।

ভুয়া নোটিশটিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদের (জিওপি) উচ্চতর পরিষদ, কেন্দ্রীয় সংসদ, জেলা প্রতিনিধি, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মনোনীত প্রার্থীদেরকে অবহিত না করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের নির্বাচনী জোট বা আসন সমঝোতার বিষয়ে একক সিদ্ধান্ত নিয়ে আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

যা দলের ভাবমূর্তি ও ঐক্যের জন্য চরম হুমকিস্বরূপ। এমতাবস্থায় উচ্চতর পরিষদের নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাকে গণঅধিকার পরিষদের সভাপতির পদসহ দলের সকল পর্যায়ের দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সাথে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, আগামী ৭ দিনের মধ্যে আপনাকে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

উচ্চতর পরিষদের নির্দেশক্রমে এই নোটিশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। তবে উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নোটিশটি ভুয়া। এ ধরনের কোনো নোটিশ ইস্যু করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X