শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি আব্দুল হামিদ আর নেই

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার
expand
অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার

উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রবীণ নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার আর নেই।

তিনি শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার জানাজার নামাজ শনিবার বেলা ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার নাইমুড়ী রুয়াপাড়া কবরস্থানে অনুষ্ঠিত হবে।

অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি উল্লাপাড়া উপজেলার সাতটিকরি গ্রামে জন্মগ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X