

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপ রাইজিং স্টারসে হংকংয়ের পর আফগানিস্তানের বিপক্ষে আরেকটি বড় জয়ে সেমিফাইনালের সম্ভাবনা আরও উজ্জ্বল করল বাংলাদেশ ‘এ’ দল। ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম পরিবর্তন করে এ বছর নতুনভাবে সাজানো হয়েছে এই টি-টোয়েন্টি আসর।
দ্বিতীয় ম্যাচে দোহায় আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয়ে মাঠ ছাড়ে আকবর আলীর দল।
দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান রিপন মণ্ডল, রাকিবুল হাসানসহ বাংলাদেশ বোলারদের ধারাবাহিক আক্রমণে একেবারেই দাঁড়াতে পারেনি।
১৮.৪ ওভারের মধ্যেই মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় তারা। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এটির আগে প্রথম ম্যাচে হংকংয়ের দেওয়া ১৬৮ রানের টার্গেট টপকাতে কোনো বেগ পেতে হয়নি। সেই ম্যাচে জ্বলজ্বল করেছে হাবিবুর রহমানের ঝড়ো সেঞ্চুরি ৩৫ বলেই তিন অংকের ম্যাজিক স্পর্শ করেন তিনি। অধিনায়ক আকবর আলীও ১৩ বলে অপরাজিত ৪১ রানে জয়ের পথ সহজ করে দেন। বাংলাদেশ মাত্র ৯ ওভারেই জয় পায় ৮ উইকেট হাতে রেখে।
টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সমান দুটি ম্যাচে ২ পয়েন্ট করে পাওয়া শ্রীলংকা ও আফগানিস্তান আছে পরের দুটি স্থানে।
তিন দলেরই শেষ পর্যন্ত সমান ৪ পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নেট রান রেটে বাংলাদেশের অবস্থান এমনই মজবুত যে সেমিফাইনাল নিশ্চিত করার পথে এগিয়ে থাকছে তারা।
মন্তব্য করুন