

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে অপারেশন থিয়েটারকে যেন রান্নাঘর এবং বিশ্রাম কক্ষে পরিণত করা হয়েছেএমন অভিযোগ উঠেছে।
হাসপাতালের ওটি রুমে দুই বছরের বেশি সময় ধরে নার্সরা গ্যাসের চুলায় পিঠা ও অন্যান্য খাবার তৈরি করছেন। একই সঙ্গে থিয়েটারের আশেপাশে অবাধ যাতায়াত চালু থাকায় প্রসূতি মায়েদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি এই ঘটনা সামাজিক মাধ্যমে ভিডিও হিসেবে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্বাস্থ্যবিধি ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চয়তার শিকড় নষ্ট হওয়ার কারণে রোগী ও তাদের স্বজনরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।
উক্ত ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির নেতৃত্বে রয়েছেন জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিন। সদস্য হিসেবে আছেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়। কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, “ওটি রুমে রান্না করা একেবারেই গ্রহণযোগ্য নয়। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, “যারা আমাদের জীবন রক্ষার দায়িত্বে থাকা উচিত তাদের কাছ থেকেই নিরাপত্তাহীনতা দেখা যাচ্ছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।”
ফেনী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের এ ঘটনা হাসপাতাল ব্যবস্থাপনার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তাই দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
মন্তব্য করুন
