

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে সংসদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিশে তাকে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত।
এ সংক্রান্ত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। নির্বাচন কমিশনের মতে, এ কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ অভিযোগে বুধবার (৭ জানুয়ারি) তাকে শোকজ করা হয়।
অভিযোগ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এটি কোনো নির্বাচনী প্রচারণা নয়। বরং গত ২৫ বছর ধরে চলমান একটি মানবিক কার্যক্রম।
তিনি দাবি করেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এর সঙ্গে ভোট বা নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
এদিকে নোটিশটি দ্রুত জারির জন্য যশোর জেলা জজ আদালতের নাজিরকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
