শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে নিজ পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
কৃষকের মরদেহ উদ্ধার
expand
কৃষকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজ পুকুর থেকে আঞ্জু মোল্লা (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর এলাকার গনি মোল্লার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। নিহত আঞ্জু মোল্লা পূর্ব রাধানগর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গত মঙ্গলবার থেকে আঞ্জু মোল্লা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক।

নিহতের স্ত্রী সুফিয়া বেগম বলেন, “গত মঙ্গলবার রাতে আমার স্বামী বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো খোঁজ পাইনি। কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।”

নিহতের বড় ভাই সারোয়ার মোল্লা বলেন, “মঙ্গলবার থেকে আমার ছোট ভাই বাড়িতে ফেরেনি। আজ শুক্রবার সকালে স্থানীয়রা আমাদের পুকুরে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়।

পরে আমরা পুলিশে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। আমার জানামতে, আঞ্জু মোল্লার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা আমরা বুঝতে পারছি না।”

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, “সকালে পুকুরে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তি পূর্ব রাধানগর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে আঞ্জু মোল্লা। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X