রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে নাজিমুদ্দিন আলম

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম
নাজিম উদ্দিন আলম
expand
নাজিম উদ্দিন আলম

সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব নাজিমুদ্দিন আলম-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ শুক্রবার (০৯ জানুয়ারি) দলের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তে তাকে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়।

বিএনপির দলীয় ফেসবুক ভেরিফাইড পেইজ সূত্রে জানা গেছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে দলের হাই কমান্ড নাজিমুদ্দিন আলমকে এই পদে স্থলাভিষিক্ত করেছেন।

উল্লেখ্য, তিনি ইতিপূর্বে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

দলীয় বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে: দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নাজিমুদ্দিন আলমের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা দলের জন্য অত্যন্ত মূল্যবান।

বিএনপির প্রত্যাশা- তার সুচিন্তিত পরামর্শ এবং নিরলস সাংগঠনিক কর্মতৎপরতা আগামী দিনে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

নাজিমুদ্দিন আলম ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য। মাঠপর্যায়ের রাজনীতিতে দক্ষ সংগঠক হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। এই নিয়োগের মাধ্যমে দলের নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ এই নেতার সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হলো।

এদিকে, নাজিমুদ্দিন আলমকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

তারা মনে করছেন, তার এই নতুন পদায়ন রাজপথের আন্দোলনে নেতাকর্মীদের আরও উজ্জীবিত করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X