বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাজিলিয়ান ফুটবলারের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ এএম
অ্যান্টনি ইয়লানো
expand
অ্যান্টনি ইয়লানো

ব্রাজিলের ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। মাত্র ২০ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ ফুটবলার অ্যান্টনি ইলানো।

সোমবার (২০ অক্টোবর) নিজ শহর পিয়াউই অঞ্চলে বাবার জন্মদিন উদ্‌যাপন শেষে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেল চালানোর সময় তার বাইক একটি গরুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইলানোর।

স্থানীয় গণমাধ্যম Meio News জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে আভেনিদা ফ্রান্সিসকো রাউলিনো নামের একটি সড়কে। সংঘর্ষের পর উদ্ধারকর্মীরা ইলানোকে অচেতন অবস্থায় পান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সাদা রঙের গরুর গায়ে রক্তের দাগ রয়েছে, যা ঘটনার ভয়াবহতা স্পষ্ট করে তোলে।

আলতোস শহরের সন্তান অ্যান্টনি ইলানো ছিলেন ব্রাজিলের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ স্ট্রাইকারদের একজন। শৈশব থেকেই ফুটবলে তার প্রতিভা স্পষ্ট ছিল। যুব পর্যায়ে একাধিক রাজ্য লিগে শিরোপা জয়ের পর তিনি পেশাদার পর্যায়ে যোগ দেন ফ্লুমিনেন্সে এস্পোর্তে ক্লুব দো পিয়াউই, আসোসিয়াসাও আতলেতিকা দে আলতোস এবং পরবর্তীতে পিয়াউই এস্পোর্তে ক্লুবে।

বর্তমানে পিয়াউই এস্পোর্তে ক্লুবেই খেলছিলেন তিনি। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় জানিয়েছে,

আজ সকালে ঘটে যাওয়া এক দুঃখজনক সড়ক দুর্ঘটনায় আমাদের প্রিয় খেলোয়াড় ও স্ট্রাইকার অ্যান্টনি ইলানোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের সব প্রশিক্ষণ ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।

ইলানোর প্রতি শ্রদ্ধা জানাতে ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা তার জার্সি হাতে ও ব্যানার উঁচিয়ে একটি স্মারক ছবি তোলেন। সেই ব্যানারে লেখা ছিল-

“তুমি আমাদের মাঝে নেই, কিন্তু তোমার শক্তি ও প্রেরণা আমাদের সঙ্গে চিরকাল থাকবে। আজ এবং সর্বদা, ইলানো।”

ইলানোর মৃত্যুতে স্থানীয় ফুটবল সমর্থকদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও হতবিহ্বলতা। তরুণ এই খেলোয়াড়ের অকাল প্রয়াণ ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন