বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বেলিংহামের জাদুতে জুভেন্টাসকে হারাল রিয়াল মাদ্রিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম
চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ
expand
চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ

জুদ বেলিংহামের একমাত্র গোলে জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাবেউয়ে অনুষ্ঠিত ম্যাচে খেলায় কিছুটা ছন্দপতন থাকলেও জয় তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা।

খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল স্বাগতিক মাদ্রিদ। প্রথমার্ধে ব্রাহিম দিয়াজ, অরেলিয়ান চুয়ামেনি ও তরুণ আরদা গুলার বেশ কয়েকবার বিপদ তৈরি করলেও জুভেন্টাসের গোলরক্ষক মিশেল দি গ্রেগরিও ছিলেন দুর্দান্ত ফর্মে। এদার মিলিতাওয়ের শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির ঠিক আগে এমবাপের জোরালো বাঁ-পায়ের শট দারুণভাবে ঠেকিয়ে দেন দি গ্রেগরিও -যা ছিল তার সেরা সেভগুলোর একটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বেড়ে যায়। শুরুতেই দুশান ভ্লাহোভিচ একদম একা কোর্তোয়ার মুখোমুখি হলেও বেলজিয়ান এই গোলরক্ষকের অসাধারণ রিফ্লেক্সে রক্ষা পায় রিয়াল। আর ওই মুহূর্তটিই ম্যাচের বাঁক ঘুরিয়ে দেয়।

৫৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে, আর সেই রিবাউন্ড থেকেই বেলিংহাম জালে পাঠান বল। গোলের পরই উল্লাসে ফেটে পড়ে বার্নাবেউ।

শেষ মুহূর্তে রিয়াল আরও কয়েকটি সুযোগ পেলেও জুভেন্টাসের গোলরক্ষক দি গ্রেগরিও দারুণ সেভে সেগুলো রুখে দেন। অপরদিকে, ফিলিপ কোস্টিচের নেওয়া বিপজ্জনক শট প্রতিহত করে রিয়ালকে জয়ের পথে রাখেন কোর্তোয়া।

এই ম্যাচে বেলিংহাম চ্যাম্পিয়নস লিগে ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে নিজের চতুর্থ গোল করেন যা অন্য যেকোনো দেশের ক্লাবের বিপক্ষে তার চেয়ে বেশি।

অন্যদিকে, রিয়াল জার্সিতে এটি ছিল থিবো কোর্তোয়ার ৩০০তম ম্যাচ। ক্লাব ইতিহাসে গোলরক্ষকদের মধ্যে ইকার ক্যাসিয়াস, পাকো বুইয়ো ও মিগুয়েল অ্যাঞ্জেল এই তিনজনই তার আগে রয়েছেন। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে এটি ছিল তার ৯১তম ম্যাচ, যা কোনো বেলজিয়ান ফুটবলারের জন্য নতুন রেকর্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন