বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাথলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিল আর্সেনাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ইংলিশ ক্লাব আর্সেনাল টিম: ছবি সংগৃহীত
expand
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ইংলিশ ক্লাব আর্সেনাল টিম: ছবি সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে টানা তৃতীয় জয়ের মুখ দেখল ইংলিশ ক্লাব আর্সেনাল।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করে গানাররা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়লেও গোলের দেখা মেলেনি। বল দখল, পাস একুরেসি ও আক্রমণ সব দিক থেকেই আধিপত্য দেখালেও প্রথম ৪৫ মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেনি আর্সেনাল।

২৫তম মিনিটে অ্যাথলেটিকো আক্রমণে গেলে আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার ভুলে গোলের সুযোগ তৈরি হয়েছিল, তবে সেটি নষ্ট করে ফেলে অতিথিরা।

অপরদিকে ৩৬তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির শট জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যাথলেটিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। সেই সুযোগের পরই বদলে যায় ম্যাচের রূপ। শুরু হয় আর্সেনালের বিধ্বংসী ১৩ মিনিট।

৫৭তম মিনিটে ডেকলান রাইসের ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস।

সাত মিনিট পর, ৬৪তম মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।

এরপরই আলোচনার কেন্দ্রে চলে আসেন সুইডিশ ফরোয়ার্ড ভিক্তর ইয়োকেরেস, যিনি চলতি মৌসুমে দলে যোগ দিয়েছেন। মাত্র তিন মিনিটের ব্যবধানে (৬৭ ও ৭০ মিনিটে) দুটি দুর্দান্ত গোল করে স্কোরলাইন ৪-০ করেন তিনি। শেষ দিকে অ্যাথলেটিকো চেষ্টা করলেও ব্যবধান কমাতে ব্যর্থ হয়।

বল দখলে (৬৫%) ও শট অন টার্গেটে (৯ বনাম ২) আর্সেনাল ছিল স্পষ্টভাবে এগিয়ে। এই জয়ে তারা চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

গোল পার্থক্যে তাদের চেয়ে এগিয়ে আছে আগের আসরের দুই ফাইনালিস্ট পিএসজি ও ইন্টার মিলান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন