

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করেছে মরক্কো।
সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জিতে ইতিহাস গড়ে মরক্কো। ম্যাচের ১২ ও ২৯ মিনিটে দুটি গোলই করেন ইয়াসির জাবিরি।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা ১৮ বছর পর ফাইনালে উঠলেও ট্রফির দেখা পেল না। অন্যদিকে, প্রথমবারের মতো ফাইনালে খেলা মরক্কো তাদের ফুটবল ইতিহাসে সোনালি অধ্যায় যোগ করল।
আর্জেন্টিনা টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছায়। গ্রুপপর্বে তারা ইতালি, অস্ট্রেলিয়া ও কিউবাকে হারিয়ে সেরা ষোলোতে ওঠে। এরপর নাইজেরিয়াকে ৪-০, মেক্সিকোকে ২-০ ও কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা।
অপরদিকে মরক্কো শুরুটা ভালো না করলেও শেষটা করেছে দারুণভাবে। গ্রুপপর্বে মেক্সিকোর কাছে ১-০ গোলে হারের পর তারা ঘুরে দাঁড়ায় এবং একই গ্রুপের স্পেনকে পেছনে ফেলে পরের পর্বে জায়গা করে নেয়।
দ্বিতীয় রাউন্ডে সাউথ কোরিয়াকে ২-১, কোয়ার্টারে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। সেখানে ফ্রান্সের সঙ্গে ১-১ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৫–৪ ব্যবধানে জয় পেয়ে ফাইনালের টিকিট পায় আফ্রিকার প্রতিনিধিরা।
পুরো আসরে আর্জেন্টিনা মোট ১৫টি গোল করে এবং মাত্র ২টি হজম করে। অন্যদিকে মরক্কো করে ১০টি গোল, হজম করে ৫টি। আর্জেন্টিনার আলেজো সারকো ৪ গোল নিয়ে দলের শীর্ষ গোলদাতা, আর মাহের ক্যারিজো ও মাতেও সিলভেটি করেন ৩টি করে গোল। মরক্কোর হয়ে সর্বাধিক ৩ গোল করে আলোচনায় আসেন জাবিরি।
মন্তব্য করুন
