

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবুও গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে হ্যাভিয়ের কাবরেরার দল। এই ম্যাচে জয় পেতে আশাবাদী দলের অন্যতম সেরা তারকা হামজা চৌধুরী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করে হামজা ক্যাপশনে লিখেছেন, ‘আমরা যেমন আশা করেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম তেমনটা হয়নি। কিন্তু বরাবরের মতোই বাংলাদেশ এবং দলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব গর্বিত। এই বিরতি থেকে অনেক ইতিবাচক বিষয় নেওয়ার আছে। নভেম্বরে দেখা হবে ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, চলতি বাছাইপর্বের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ১–১ গোলের ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচেই দেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর আরও তিন ম্যাচে মাঠে নামেন এই ইংলিশ-বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার।
সবশেষ হংকংয়ের বিপক্ষে দুই লেগে ভালো খেলেছে বাংলাদেশ। হোম ম্যাচে হামজার দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪–৩ গোলে হারে দলটি। অ্যাওয়ে ম্যাচে, পিছিয়ে থেকেও রাকিব হোসেনের গোলে ১–১ ড্র করে মূল্যবান পয়েন্ট অর্জন করে।
এদিকে বাছাইপর্ব থেকে ছিটকে গেলেও পরবর্তী দুটি ম্যাচ, বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটি আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ মনে করছে দল। প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তিশালী হওয়া দলটি নভেম্বরের ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
মন্তব্য করুন
