বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১০:০১ এএম
১৮ বছর পর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
expand
১৮ বছর পর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

১৮ বছর পর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চিলির জুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৭২ মিনিটে, আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তির পা থেকে।

পুরো ম্যাচেই দুই দল ছিল সমানে সমান প্রতিদ্বন্দ্বী। আক্রমণ, বল দখল কিংবা শট নেওয়ার দিক থেকে কেউ কাউকে ছাড় দেয়নি।

কলম্বিয়া বল দখলে (৫৪ শতাংশ) এগিয়ে থাকলেও তাদের ১৩ শটের মধ্যে মাত্র ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, আর্জেন্টিনা নিয়েছিল ১৪টি শট, যার মধ্যে ৫টি লক্ষ্যে ছিল সঠিক।

যুবাদের এই বিশ্বকাপে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা- তারা এর আগে ছয়বার শিরোপা জিতেছে। সর্বশেষবার ২০০৭ সালে সার্জিও আগুয়েরোর নেতৃত্বে শিরোপা উৎসব করেছিল দলটি। এরপর থেকে আর ফাইনালে উঠতে পারেনি আলবিসেলেস্তেরা।

তবে চলতি আসরে দারুণ ছন্দে আছে লিওনেল মেসিদের উত্তরসূরিরা। গ্রুপপর্বে তিন ম্যাচেই জয়ের পর শেষ ষোলোয় নাইজেরিয়াকে ৪-০ গোলে এবং কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে আর্জেন্টিনা। এবার কলম্বিয়াকে হারিয়ে তারা ফাইনালের টিকিটও পেয়ে গেলো ১৮ বছর পর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন