

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্ব ফুটবলে রোমাঞ্চকর এক রাতে নতুন ইতিহাস গড়ল জাপান। প্রথমবারের মতো ব্রাজিলকে হারিয়ে দারুণ চমক দেখাল হজিমে মোরিয়াসুর শিষ্যরা। ০-২ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত লড়াই করে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সামুরাই ব্লু।
ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ব্রাজিলের নিয়ন্ত্রণে। ২৫তম মিনিটে ব্রুনো গিমারায়েশের নিখুঁত পাস থেকে পাওলো হেনরিকের গোলেই এগিয়ে যায় সেলেসাওরা। মাত্র ছয় মিনিট পর লুকাস পাকেতার সহায়তায় গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করলে ২-০ ব্যবধানে স্বস্তিতে যায় ব্রাজিল।
তবে বিরতির পর মাঠে নামে অন্য রূপে জাপান। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলের ডিফেন্সের ভুলে ৫১তম মিনিটে ব্যবধান কমান তাকুমি মিনামিনো। এরপর ৬১তম মিনিটে ইয়াসুহিরো ইতো’র ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ফ্যাব্রিসিও ব্রুনো, যা পরে কেইতো নাকামুরার নামে দেওয়া হয়। সমতায় ফেরে ম্যাচ।
৭৫তম মিনিটে ইতো’র কর্নার থেকে চমৎকার হেডে গোল করে দলকে এগিয়ে নেন আয়াসে উএদা। এরপর আর ফিরে তাকাতে হয়নি জাপানকে।
শেষ দিকে ব্রাজিল রিচার্লিসন, পাকেতা ও ভিনিসিয়াস জুনিয়রের মাধ্যমে একের পর এক আক্রমণ চালালেও জাপানের গোলরক্ষক জিওন সুজুকি অসাধারণ দক্ষতায় সব ঠেকিয়ে দেন।
এই জয়ে ইতিহাস গড়ল জাপান। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিলের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। অন্যদিকে, এই হার নিয়ে প্রশ্ন উঠেছে ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে, আর সমালোচনার মুখে পড়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ফুটবল বিশ্লেষকদের মতে, “জাপানের এই জয় শুধু একটি ম্যাচ নয়, এশীয় ফুটবলের সামর্থ্যের নতুন বার্তা বিশ্বকে জানিয়ে দিল।”
মন্তব্য করুন
