বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডি ব্রুইনের জোড়া পেনাল্টি গোলের সুবাদে বেলজিয়ামের দাপুটে জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম
কেভিন ডি ব্রুইনের জোড়া পেনাল্টি গোলের মাধ্যমে বেলজিয়ামের জয়লাভ
expand
কেভিন ডি ব্রুইনের জোড়া পেনাল্টি গোলের মাধ্যমে বেলজিয়ামের জয়লাভ

ওয়েলসের বিশ্বকাপ যোগ্যতার আশা বড় ধাক্কা খেয়েছে। সোমবার কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেভিন ডি ব্রুইনের জোড়া পেনাল্টি গোলের মাধ্যমে বেলজিয়াম ৪-২ ব্যবধানে জয়লাভ করেছে।

ম্যাচটি ছিল এক অদ্ভুত সন্ধ্যা। দ্বিতীয়ার্ধে ওয়েলসের বদলি খেলোয়াড় ব্রেনান জনসনকে মাঠে একটি ইঁদুর সরানোর জন্য দেখা যায়। তবু বেলজিয়াম প্রথমার্ধে পিছিয়ে থাকার পরও দ্রুত সমতা ফেরায় এবং গ্রুপ জে-তে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে।

ওয়েলসের লিডস ডিফেন্ডার জো রডনের প্রথম সাত মিনিটের গোল দলকে স্বপ্নময় শুরু এনে দেয়। তবে বেলজিয়াম বেশিক্ষণ পিছিয়ে থাকতে পারেনি। ডি ব্রুইন প্রথমে এথান অ্যাম্পাডুর হ্যান্ডবলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন, এরপর থমাস মিউনিয়ের দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে দলকে এগিয়ে নিয়ে যান।

৭৬ মিনিটে আরও একটি হ্যান্ডবলের পর ডি ব্রুইন তার দ্বিতীয় পেনাল্টি গোলটি করেন। যদিও বদলি নাথান ব্রডহেড ওয়েলসকে কিছুটা আশা দেন, ম্যাচের নিয়ন্ত্রণ ইতিমধ্যেই বেলজিয়ামের হাতে চলে যায়।

এই ফলাফলের কারণে ওয়েলস এখন গ্রুপ জে-তে বেলজিয়ামের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে এবং দ্বিতীয় স্থানের জন্য উত্তর মেসিডোনিয়ার সঙ্গে লড়াই করতে হবে। উল্লেখ্য, উত্তর মেসিডোনিয়া ঘরের মাঠে কাজাখস্তানের সঙ্গে ১-১ গোলে হারে যায়নি। মার্চে অনুষ্ঠিত হবে প্লে-অফ, যেখানে ওয়েলসের কোচ ক্রেইগ বেলামির দল অংশগ্রহণ করবে।

২০১২ সালের পর উভয় দেশের মধ্যে এটি ১১তম প্রতিদ্বন্দ্বিতা। ওয়েলস ২০১৬ সালের ইউরো বাছাইপর্ব এবং টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ঐতিহাসিক জয় রেকর্ড করেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন