

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ইসরায়েলের বিরুদ্ধে বাড়তে থাকা নিষেধাজ্ঞার দাবির মুখে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
ফিফা সরাসরি ভূ-রাজনৈতিক সংকটের সমাধান করতে না পারলেও ফুটবলের সাংস্কৃতিক, শিক্ষামূলক ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বিশ্বজুড়ে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আজ বিশ্বের নানা সংঘাতে যারা ভুগছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো শান্তি ও ঐক্যের আহ্বান।”
তিনি আরও জানান, ফিফা ফুটবলের শক্তিকে কাজে লাগিয়ে বিভক্ত পৃথিবীতে মানুষকে কাছাকাছি আনার লক্ষ্যেই কাজ করছে।
বর্তমানে ইসরায়েলের জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে খেলছে। পাশাপাশি দেশটির ক্লাব মাকাবি তেলআবিব ইউরোপা লিগেও অংশ নিচ্ছে।
এর আগে জাতিসংঘের এক তদন্ত কমিশন জানায়, গাজায় ফিলিস্তিনিদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে বিশ্বজুড়ে চাপ থাকলেও ফিফা এখনো ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
ফিফার সহ-সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি এ প্রসঙ্গে বলেন, ইসরায়েল ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার। তার ভাষায়, “প্রথমত, ইসরায়েল উয়েফার সদস্য। যেমন আমার অঞ্চলের যেকোনো সদস্য রাষ্ট্রকে নিয়ে সিদ্ধান্ত নিতে হয়, তাদেরও সেটি করতে হবে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    