

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা ও সংকটের জন্য দায়ী হলো অন্তর্বর্তীকালীন সরকার নিজেই।
তাদের গঠিত কমিশন ও কমিটিগুলো গত আট-নয় মাস ধরে সংস্কার ও ঐকমত্যের বিষয়ে আলোচনা করলেও এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়নি।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ - আ স ম রব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
ফখরুল বলেন, আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ঘোষণাপত্রে এসব সংস্কার-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করব। জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে সেই বিষয়গুলো পুনরায় সংসদে উত্থাপন করে পাস করাব, দেশের পরিবর্তন আনব।
তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষর থাকা আর তার বাস্তবায়নের মধ্যে বড় পার্থক্য রয়েছে। জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কারণ সেখানে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) সংযুক্ত না রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, দেশের বর্তমান অস্থির পরিস্থিতির জন্য সরাসরি দায়ী অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন।
বিএনপি মহাসচিব আরোও বলেন , একটি মহল জাতীয় নির্বাচনকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি সকল রাজনৈতিক পক্ষকে উদ্দেশ করে বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পথে না গিয়ে জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন

