শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে বিভাগে প্রথম স্থান অর্জন করলেন ছাত্রদল নেতা সাব্বির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পিএম
ছাত্রদলের লোগো ও মো. সাব্বির হাসান
expand
ছাত্রদলের লোগো ও মো. সাব্বির হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হাসান স্নাতক (অনার্স) পর্যায়ে অসাধারণ ফলাফল অর্জন করেছেন। তিনি সিজিপিএ ৩.৮৩ পেয়ে বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হাসান স্নাতকের প্রথম সেমিস্টারে জিপিএ ৩.৮৩, চতুর্থ সেমিস্টারে জিপিএ ৪.০০ এবং সপ্তম সেমিস্টারে জিপিএ ৩.৮৮ অর্জন করেন। চূড়ান্ত ফলাফলে তিনি সিজিপিএ ৩.৮৩ নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন।

শিক্ষাজীবনের পাশাপাশি সংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় সাব্বির। তিনি সম্প্রতি মাস্টারদা সূর্যসেন হল সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে জয়লাভ করেন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে সাব্বির হাসান বলেন, “আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। শিক্ষা ও মানবসেবার পথে নিজেকে আরও এগিয়ে নিতে চাই। দেশের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য, ইনশাআল্লাহ।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X