শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসির সময়সূচি নিয়ে সতর্ক বার্তা ইসির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম
expand
এসএসসির সময়সূচি নিয়ে সতর্ক বার্তা ইসির

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এই সময়ের মধ্যে যদি এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়, তবে তা যেন নির্বাচনের তারিখের সঙ্গে না মিলে যায়—এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ইসি বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সভায় চার নির্বাচন কমিশনারসহ স্বরাষ্ট্র, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ভোটকেন্দ্রের অবকাঠামো, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য সহায়তা, বাজেট ব্যবস্থাপনা এবং ভোটকেন্দ্রে পৌঁছানোর রাস্তা সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে ইসি সচিব বলেন, ‘কমিশন ভোটকেন্দ্র স্থাপন ও সংস্কার সংক্রান্ত যেসব বাস্তব সমস্যা আছে, তা সংশ্লিষ্ট সংস্থার নজরে এনেছে।

আমরা অনুরোধ করেছি যাতে ভোটকেন্দ্র ও প্রবেশপথগুলো দ্রুত মেরামত করা হয়। ফেব্রুয়ারিতে আবহাওয়া সাধারণত অনুকূল থাকে, তবে আগেভাগেই কেন্দ্রগুলোর প্রবেশগম্যতা নিশ্চিত করা জরুরি।’

তিনি আরও জানান, স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্বাচনের কাজে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগে থেকেই প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়াও ইসি সচিব বলেন, ‘প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে।

এতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। কমিশনের লক্ষ্য হলো—নিরপেক্ষ, অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের মাধ্যমে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন