

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রায় এক দশক আগে স্বামী ববি মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর কনে সাজের ছবি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই ভেবেছেন, হয়তো আবারও সংসার পাতলেন অভিনেত্রী।
ছবিতে দেখা গেছে, লাল বেনারসি শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুরোদস্তুর নববধূর সাজে মাহিমা। তাঁর পাশে অভিনেতা সঞ্জয় মিশ্র। বৃহস্পতিবার পাপারাজ্জিদের সামনে দু’জনকে একসঙ্গে দেখা গেলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ক্যামেরার সামনে বিন্দুমাত্র সংকোচ না করে হাস্যোজ্জ্বলভাবে সঞ্জয়ের সঙ্গে পোজ দিয়েছেন মাহিমা। কখনো খুনসুঁটি, কখনো শুভেচ্ছা গ্রহণ, সব মিলিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। এমনকি সাংবাদিকদের মিষ্টি খেতে দিতেও ভোলেননি। তিনি বলেন, “বিয়েতে আসতে পারেননি, তাই এখন মিষ্টিমুখ করে নিন!”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন, ৫২ বছর বয়সে নতুন অধ্যায় শুরু করেছেন মাহিমা চৌধুরী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রহস্য উন্মোচন করেন অভিনেত্রী নিজেই, এটি আসলে কোনো বাস্তব বিয়ে নয়।
মাহিমা জানিয়েছেন, তিনি ও সঞ্জয় মিশ্র একসঙ্গে অভিনয় করছেন ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ নামের একটি চলচ্চিত্রে, আর সেই সিনেমার প্রচারণার অংশ হিসেবেই এই আয়োজন করা হয়। সিদ্ধান্ত রাজ পরিচালিত ছবিটিতে সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে দেখা যাবে মাহিমাকে। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে ফের বলিউডে ফিরছেন তিনি, আর এই অনন্য প্রচারণার মাধ্যমে নিজের প্রত্যাবর্তনকে রীতিমতো আলোচনায় এনেছেন অভিনেত্রী।
মন্তব্য করুন
