শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াইলে যুবদলের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত 

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম
expand
তাড়াইলে যুবদলের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাড়াইল উপজেলা যুবদলের উদ্যোগে র‍্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৩১অক্টোবর'২৫) বিকাল ৪টায় শুরু হওয়া র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব, সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া, ২নং রাউতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফ আহমেদ, ৩নং ধলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আবুল কাশেম জয়, ৪নং জাওয়ার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম দানু, ৫নং দামিহা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সামিউল কাদের সামী এবং ৬নং দিগদাইর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শাহজালাল হোসন।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান অপু, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, শ্রমিক দলের সভাপতি মোঃ আঃ কাইয়ুম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব সগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাবু এবং উপজেলার সাতটি ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও তরুণ সমাজকে সংগঠিত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন