শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীতে সোনারং মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ খেলায় অংশগ্রহণ করে ফ্রেন্ডস ডটকমসোনারং সিনিয়র একাদশ নামে দুটি দল।

টসে জিতে সোনারং সিনিয়র একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে ফ্রেন্ডস ডটকম নির্ধারিত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান করতে সক্ষম হয়। ফলে সোনারং সিনিয়র একাদশ ১৫ রানে বিজয়ী হয়।

খেলা শেষে সোনারং সিনিয়র একাদশের অধিনায়ক মো. রাসেল শেখ বলেন, “আজকের খেলাটি আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে। ব্যস্ত জীবনের মাঝেও সবাইকে নিয়ে এমন একটি আয়োজন করতে পেরে সত্যিই ভালো লাগছে।”

অন্যদিকে ফ্রেন্ডস ডটকম দলের অধিনায়ক সাব্বির শেখ বলেন, “আমরা ছোটবেলা থেকেই এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছি। এখন কর্মব্যস্ততার কারণে আগের মতো সুযোগ পাই না। তাই বন্ধু ও সিনিয়র ভাইদের নিয়ে এই প্রীতি ম্যাচের আয়োজন করেছি। দীর্ঘদিন পর সবাইকে নিয়ে খেলতে পেরে দারুণ লেগেছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন