শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সহকারী প্রক্টরকে ধাক্কা দিয়ে মাদকসেবীকে ছাড়িয়ে নিলেন ছাত্রদল নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পিএম
গোবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি জহির 
expand
গোবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি জহির 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) এক মাদকসেবন সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে সহকারী প্রক্টরকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গোবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি জহিরের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মুরাল কমপ্লেক্সের পাশে কয়েকজন শিক্ষার্থী বসে মাদক সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে প্রক্টোরিয়াল বডির সদস্যরা সেখানে পৌঁছালে তারা পালিয়ে যান।

এসময় সহকারী প্রক্টর ও কৃষি বিভাগের শিক্ষক মো. আরিফুল ইসলাম একজনকে আটক করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন।

ঠিক তখনই ছাত্রদল নেতা জহির ঘটনাস্থলে এসে সহকারী প্রক্টরের ওপর ক্ষুব্ধ হন এবং ধাক্কা দিয়ে আটক শিক্ষার্থীকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে উপস্থিত শিক্ষার্থীদের সামনে জহির বলেন, “একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে কাউকে হাতে ধরে আটকাতে পারেন না। আমি মনে করেছি, এটা একজন শিক্ষার্থীর প্রতি অন্যায় আচরণ।”

অন্যদিকে সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন, “আমরা সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পাই এবং ধোঁয়া ও মাদকের গন্ধ পাই।

অন্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করি জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু হঠাৎ জহির এসে বিষয়টি না জেনেই আমাকে ধাক্কা দিয়ে শিক্ষার্থীটিকে ছাড়িয়ে নেয়।”

এই বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন, “ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে আগামী সোমবার উপস্থাপন করা হবে। বোর্ডই পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন