সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাইডেনহামকে উড়িয়ে গোল উৎসবে মাতল বায়ার্ন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বুন্দেসলিগায় দাপট দেখিয়ে চলা বায়ার্ন মিউনিখ আবারও শক্তির জানান দিল। হাইডেনহামের মাঠে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্টরা।

ম্যাচজুড়ে নিয়ন্ত্রিত ফুটবল আর কার্যকর আক্রমণে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি বায়ার্ন।

রোববার (২১ ডিসেম্বর) ভয়েথ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বায়ার্ন।

ম্যাচের ১৫ মিনিটেই দলের হয়ে প্রথম গোলটি করেন জসিপ স্টানিসিক। ডান দিক থেকে আসা আক্রমণ কাজে লাগিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি।

লিড পাওয়ার পরও ছন্দ হারায়নি থমাস টুখেলের শিষ্যরা। ৩২ মিনিটে মাইকেল ওলিসের দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয়। দুই গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় লিগের শীর্ষে থাকা ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হাইডেনহাম। কয়েক দফা আক্রমণ শানালেও বায়ার্নের জমাট রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হন স্বাগতিক ফরোয়ার্ডরা। গোলকিপার ও ডিফেন্ডারদের দৃঢ়তায় প্রতিটি আক্রমণই নস্যাৎ হয়ে যায়।

ম্যাচের শেষ ভাগে আবারও আক্রমণের গতি বাড়ায় বায়ার্ন। ৮৬ মিনিটে লুইস ডিয়াজ গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

এরপর যোগ করা সময়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক হ্যারি কেইন। তার গোলেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।

এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X