সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জয় দিয়ে বছরের শেষটা রাঙাল বার্সেলোনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম
লা লিগার চলতি মৌসুমে দারুণ ছন্দে বার্সেলোনা
expand
লা লিগার চলতি মৌসুমে দারুণ ছন্দে বার্সেলোনা

লা লিগার চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা বার্সেলোনা বছরের শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল।

শক্ত প্রতিরোধ গড়ে তোলা ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের বড় একটা সময় ১০ জন নিয়ে খেলেও ভিয়ারিয়াল লড়াই চালিয়ে গেছে। তবে রাফিনিয়া ও লামিনে ইয়ামালের করা দুই অর্ধের দুই গোলে শেষ পর্যন্ত বাধা টপকাতে পারেনি তারা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়েছে কাতালান ক্লাবটি।

টানা অষ্টম লিগ জয়ে ১৮ ম্যাচে ১৫ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ এখন ৪৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

৩৭ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেতিকো মাদ্রিদ, আর ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ভিয়ারিয়াল।

ম্যাচের শুরুতে কিছুটা সময় নেয় নিজেদের গুছিয়ে নিতে। ১০ মিনিটে রাফিনিয়া বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পাঁচ মিনিট পর আবারও গোলের সুযোগ পেয়েছিলেন তিনি, তবে তার বাঁ পায়ের শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসে।

১৭ মিনিটে বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দে অনিচ্ছাকৃতভাবে নিজের জালেই বল পাঠান। যদিও অফসাইডের কারণে ভিয়ারিয়ালের সেই গোল বাতিল করে দেন রেফারি।

৩৬ মিনিটে আলেহান্দ্রো বালদের ভুলে বিপদে পড়েছিল বার্সা। তবে গোলরক্ষকের তৎপরতায় রক্ষা পায় দল। ম্যাচের মোড় ঘুরে যায় ৩৯ মিনিটে, যখন লামিনে ইয়ামালকে পেছন থেকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ভিয়ারিয়ালের রেনাতো ভেইগা।

বিরতির পর একজন বেশি নিয়ে খেলায় চাপ বাড়ায় বার্সেলোনা। একাধিক আক্রমণ হলেও কাঙ্ক্ষিত গোল আসছিল না। শেষ পর্যন্ত ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। চলতি লা লিগা মৌসুমে এটি তার সপ্তম গোল।

এরপর আর গোল না হলেও নিয়ন্ত্রিত ফুটবল খেলেই ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে বার্সেলোনা। এই ম্যাচের মাধ্যমে জয় দিয়েই বছরের ইতি টানল কাতালানরা।

আগামী ৩ জানুয়ারি এস্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে বার্সেলোনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X