শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কষ্টের জয় বার্সেলোনার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
২–০ ব্যবধানে জিতে বার্সেলোনা
expand
২–০ ব্যবধানে জিতে বার্সেলোনা

কোপা দেল রের শেষ ৩২-এর লড়াইয়ে প্রতিপক্ষ ছিল তৃতীয় বিভাগের দল গুয়াদালাহারা। কাগজে-কলমে সহজ ম্যাচ মনে হলেও বাস্তবে বার্সেলোনাকে জয় পেতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। মঙ্গলবার রাতে হানসি ফ্লিকের দল শেষ পর্যন্ত ২–০ ব্যবধানে জিতে শেষ ষোলোতে জায়গা করে নেয়।

ম্যাচ শুরুর আগেই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারি নিয়ে জটিলতার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর খেলা শুরু হয়। স্থানীয় প্রশাসনের অনুমতি পেতে দেরি হওয়ায় দর্শকদের বাইরে অপেক্ষা করতে হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শকরা মাঠে প্রবেশ করেন। নতুন গ্যালারি যুক্ত হওয়ায় পেদ্রো এসকার্তিন স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় আট হাজারে উন্নীত হয়।

খেলার শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। তবে নিচের লিগের দলের বিপক্ষে প্রত্যাশিত আক্রমণভাগের ধার দেখা যায়নি। প্রথমার্ধে সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কাতালানরা।

অবশেষে ৭৬ মিনিটে স্বস্তি আসে বার্সেলোনা শিবিরে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাঠানো ক্রসে আন্দ্রেস ক্রিশ্চেনসেন হেড করলে বলটি এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে প্রবেশ করে।

গুয়াদালাহারাও কয়েকবার সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল, তবে কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের শেষদিকে, ৯০ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন মার্কাস র‍্যাশফোর্ড।

এই ম্যাচে হানসি ফ্লিক বেশ কয়েকজন নিয়মিত তারকাকে বিশ্রামে রাখেন। লামিন ইয়ামাল, পেদ্রি ও রাফিনিয়ার মতো খেলোয়াড়রা শুরুর একাদশে ছিলেন না।

দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২১২ দিন পর তিনি আবার প্রথম একাদশে সুযোগ পান। আর ১৮ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসি বার্সেলোনার হয়ে নিজের শততম ম্যাচ খেলেছেন। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের জানুয়ারিতে এই কোপা দেল রের ম্যাচেই প্রথম দলে অভিষেক হয়েছিল তার।

এই জয়ের মাধ্যমে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করলেও বার্সেলোনার সামনে এখন কঠিন পরীক্ষা। লা লিগায় পরের ম্যাচে লিগ শীর্ষে থাকা দলটি মাঠে নামবে তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে, তাদেরই ঘরের মাঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X