সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
ঢাকার মার্কিন দূতাবাস
expand
ঢাকার মার্কিন দূতাবাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস, ঢাকায়।

দূতাবাসের এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামি দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের সংখ্যা বাড়তে পারে। তাই বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া সমাবেশও কখনো কখনো সহিংস রূপ নিতে পারে। এজন্য বড় জনসমাবেশ থেকে দূরে থাকার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানকালে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, খবর ও গণমাধ্যম পর্যবেক্ষণ করা এবং ভিড় থেকে দূরে থাকা জরুরি।

জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলার অ্যাফেয়ার্সের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি, নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধনেরও পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে। নির্বাচনের আগের সময়ে রাজনৈতিক কার্যক্রম আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X