সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপ্পে ও রদ্রিগোর গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ এএম
লা লিগায় স্বস্তির তিন পয়েন্ট তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ
expand
লা লিগায় স্বস্তির তিন পয়েন্ট তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ

লা লিগায় স্বস্তির তিন পয়েন্ট তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন চার।

রোববার (১৪ ডিসেম্বর) আলাভেসের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠা খেলায় প্রথম সাফল্য পায় অতিথিরা।

ম্যাচের ২৪ মিনিটে চোট কাটিয়ে দলে ফেরা কিলিয়ান এমবাপ্পে রিয়ালকে এগিয়ে দেন। মাঝমাঠ থেকে জুড বেলিংহ্যামের নিখুঁত পাস ধরে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই ব্যবধান বাড়াতে বা কমাতে পারেনি। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতির পর আলাভেস আক্রমণের গতি বাড়ায়। তার ফলও পায় তারা। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে একটি গোলে ম্যাচে সমতা ফেরানোর ইঙ্গিত দেয় স্বাগতিকরা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হজমের আট মিনিট পরই আবার লিড নেয় রিয়াল।

ভিনিসিয়ুস জুনিয়রের দৃষ্টিনন্দন অ্যাসিস্ট থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ম্যাচের বাকি সময়ে আলাভেস চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও রিয়ালের রক্ষণভাগ আর গোলকিপার পরিস্থিতি সামলে নেয়। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

এই জয়ে ১৭ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। শিরোপা দৌড়ে টিকে থাকতে এই জয় রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তির বার্তা হয়ে এলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X