শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিজমানের নৈপুণ্যে হার কাটিয়ে জয়ের স্বাদ পেল আতলেতিকো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচে পরাজয়ের হতাশা পেছনে ফেলে আবারও জয়ের পথে ফিরল আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জমজমাট লড়াইয়ে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিলেন অভিজ্ঞ ফরাসি তারকা আঁতোয়া গ্রিজমান।

শনিবার (ডিসেম্বর) রাতে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। আতলেতিকোর হয়ে প্রথম গোলটি করেন দলপতি কোকে, আর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি আসে গ্রিজমানের পা থেকে। সফরকারীদের একমাত্র গোলটি করেন লুকাস বেলত্রান।

ম্যাচের শুরুটা আতলেতিকোর জন্য মোটেও স্বস্তির ছিল না। খেলার প্রথম মিনিটেই হুগো দুরোর শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসে। অল্পের জন্য পিছিয়ে পড়া থেকে রক্ষা পায় স্বাগতিকরা। এরপর ধীরে ধীরে বলের দখল ও ছন্দ নিজেদের করে নেয় আতলেতিকো।

১৭ মিনিটে কর্নার থেকে আসা বল গোলরক্ষক ঠিকভাবে ক্লিয়ার করতে না পারলে সুযোগ কাজে লাগান কোকে। নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

৩৪ মিনিটে ভ্যালেন্সিয়া গোলের আনন্দে মেতে উঠলেও পেপেলুর শট ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

বিরতির পর দৃশ্যপট বদলে যায়। আক্রমণের গতি বাড়ায় ভ্যালেন্সিয়া। ৬৩ মিনিটে ধারাবাহিক আক্রমণের ফল পায় সফরকারীরা। দারুণ এক শটে গোল করে ম্যাচে সমতা ফেরান লুকাস বেলত্রান।

গোল হজমের পর কিছুটা চাপে পড়ে আতলেতিকো। তবে দলের অভিজ্ঞ নেতা গ্রিজমান দায়িত্ব নেন ম্যাচের লাগাম ধরার। ৭৪ মিনিটে মার্ক পুবিলের লম্বা পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করে আতলেতিকোকে আবার এগিয়ে দেন ফরাসি তারকা। শেষ পর্যন্ত এই গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ফল।

এই জয়ের ফলে আতলেতিকো মাদ্রিদ আবারও শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান মজবুত করল। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট, পয়েন্ট টেবিলে তারা এখন তিন নম্বরে। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে অবস্থান করছে ভ্যালেন্সিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X