

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ম্যাচজুড়ে দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কাতালানরা।
তবে বিরতির পর রাফিনহার জোড়া গোলে বদলে যায় চিত্র। ব্রাজিলিয়ান তারকার নৈপুণ্যে ওসাসুনাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও পোক্ত করল হ্যান্সি ফ্লিকের দল।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজেদের মাঠ কাম্প ন্যুতে স্প্যানিশ লা লিগার ম্যাচে ওসাসুনাকে ২-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। ম্যাচের দুই গোলই আসে দ্বিতীয়ার্ধে। ৭০ ও ৮৬ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন রাফিনহা।
এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর লিগে টানা সাত ম্যাচে জয় পেল বার্সেলোনা। ১৭ ম্যাচ শেষে কাতালানদের সংগ্রহ ৪৩ পয়েন্ট ১৪ জয়, ১ ড্র ও ২ হারে।
এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
পরিসংখ্যানেও ছিল বার্সেলোনার আধিপত্য। প্রায় ৮০ শতাংশ বল দখলে রেখে তারা নেয় ২৪টি শট, যার সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ওসাসুনা তিনটি শট নেয়, এর মধ্যে দুটি লক্ষ্যে ছিল।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রাখে বার্সেলোনা। তবে ২০ মিনিটে প্রথম বড় সুযোগ পায় ওসাসুনা। আন্তে বুদিমিরের শক্তিশালী শট ঠেকিয়ে দলকে বিপদমুক্ত রাখেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া।
এর তিন মিনিট পর এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। মার্কাস র্যাশফোর্ডের ক্রসে ফেররান তরেস হেডে জাল খুঁজে নিলেও দীর্ঘ ভিএআর পর্যালোচনায় গোলটি বাতিল হয়। যদিও তরেস অফসাইডে ছিলেন না, আক্রমণের শুরুতে লামিনে ইয়ামালের কাছ থেকে বল নেওয়ার সময় রাফিনহা অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়।
৭০ মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে পেদ্রি পাস দেন রাফিনিয়াকে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল জালে পাঠান তিনি।
নির্ধারিত সময়ের চার মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। লামিনে ইয়ামালের পাসে বক্সে ঢুকে জুল কুন্দে ক্রস বাড়ান। ডিফেন্ডারের পায়ে লেগে আসা বল দূরের পোস্টে ভলিতে ফাঁকা জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় বার্সেলোনা।
আগামী মঙ্গলবার কোপা দেল রের শেষ বত্রিশে তৃতীয় স্তরের দল গুয়াদালাহারার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
মন্তব্য করুন

