

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লা লিগায় টানা তৃতীয় জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। রিয়াল বেটিসকে ৫-৩ গোলে হারানোর ম্যাচে প্রথমার্ধেই প্রায় জয়ের ভিত গড়ে দেয় দলটি, বিশেষত ফেরান তোরেসের দুর্দান্ত হ্যাটট্রিকের সৌজন্যে। সেই অর্ধেই বার্সা চারটি গোল পেয়ে ম্যাচের দিক পাল্টে দেয়।
ম্যাচের ষষ্ঠ মিনিটে তবে এগিয়ে যায় বেটিস। অ্যান্টনির গোলে অতিথিরা লিড পায়। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিটের ব্যবধানে ১১ ও ১৩তম মিনিটে ফেরান তোরেস দুবার জাল খুঁজে বার্সেলোনাকে এগিয়ে নেন।
এরপর ৩১ মিনিটে রুনি বারদগি লা লিগায় নিজের প্রথম গোল করে ব্যবধান বাড়ান। আর ৪০ মিনিটে তোরেস ব্যক্তিগত তৃতীয় গোলটি করে বার্সার চতুর্থ গোল নিশ্চিত করলে বিরতির আগেই তিনি হ্যাটট্রিক সম্পন্ন করেন এবং ম্যাচের দৃশ্যপট কাতালানদের দিকে আরও ঝুঁকে যায়।
বিরতির পর ৫৯ মিনিটে লামিনে ইয়ামাল স্পট-কিক থেকে গোল করে ব্যবধান ৫-১ করেন। স্কোরলাইন বড় হওয়ার সম্ভাবনা তৈরি হলেও বেটিস পরে লড়াইয়ের চেষ্টা চালায় এবং তার ফলও পায়।
৮৫ মিনিটে কর্নার থেকে দিয়েগো ইয়োরেন্তে ব্যবধান কমান। পাঁচ মিনিট পর কুচো হার্নান্দেজ পেনাল্টি থেকে আরও এক গোল যোগ করেন। তবে শেষ পর্যন্ত তাদের সেই দুই গোল বার্সার জয় ঠেকানোর জন্য যথেষ্ট হয়নি।
১৬ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৪০ পয়েন্ট, এবং তারা টেবিলের শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ রয়েছে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২৪ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল বেটিস আছে পঞ্চম স্থানে।
মন্তব্য করুন

