রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এমএলএস কাপে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ এএম
শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা মেসিরা। ছবি: ইন্টার মায়ামি
expand
শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা মেসিরা। ছবি: ইন্টার মায়ামি

ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপা জিতে ইতিহাস রচনা করেছে।

শনিবার রাতে চেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দলটি ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসকে ৩-১ ব্যবধানে হারিয়ে এই সাফল্য অর্জন করে। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ম্যাচে দুটি গোলের সুযোগ তৈরি করে দলকে শিরোপার পথে গুরুত্বপূর্ণ সহায়তা দেন।

ম্যাচের শুরুতেই মায়ামি লিড নেয়। আলেন্দের কাটব্যাক ঠেকাতে গিয়ে হোয়াইট ক্যাপসের ডিফেন্ডার এডিয়ার ওকাম্পোর পায়ে লেগে বল উল্টো নিজেদের গোলে ঢুকে যায়। বিরতির পর আলি আহমেদের দূরপাল্লার শট ডিফ্লেক্ট হয়ে পোস্টে লেগে ফিরে জালে জড়ালে সমতায় ফিরে ভ্যাঙ্কুভার।

দ্বিতীয়ার্ধে মেসির চমৎকার পাস ধরে ডি পল গোল করে ইন্টার মায়ামিকে আবার এগিয়ে নেন। অতিরিক্ত সময়েও মেসির দুর্দান্ত এক থ্রু-পাস থেকে আলেন্দে গোল করে ব্যবধান বাড়িয়ে ম্যাচের ফল নিশ্চিত করেন।

ক্লাবের প্রতিষ্ঠার পর এই প্রথম এমএলএস কাপ তাদের হাতে উঠল। এর আগে তারা কখনোই প্লে-অফের প্রথম রাউন্ড অতিক্রম করতে পারেনি।

তবে মেসি দলে যোগ দেওয়ার পর এটি ইন্টার মায়ামির তৃতীয় শিরোপা-২০২৩ সালের লিগস কাপ ও ২০২৪ সালের সাপোর্টার্স’ শিল্ডের পর এবার বড় ট্রফি যোগ হলো তাদের অর্জনের তালিকায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X