

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ আবারও ত্রাতা হয়ে উঠলেন কিলিয়ান এমবাপ্পের জোড়ায়। অ্যাথেন্সে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেছেন তিনি, যার মধ্যে সাত মিনিটের মধ্যে হ্যাটট্রিকও রয়েছে।
ম্যাচ শুরু হতেই আট মিনিটে চিকিনিয়ো গোল করে অলিম্পিয়াকোসকে এগিয়ে দেন। তবে এমবাপ্পের প্রদর্শনী শুরু হয় শীঘ্রই।
২২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের থ্রু-পাস থেকে এমবাপ্পে সমতা ফেরান। মাত্র দুই মিনিট পর আর্দা গুলেরের ক্রস থেকে দুর্দান্ত হেডে দ্বিতীয় গোল পূর্ণ করেন। ২৯তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার ডিফেন্স চেরা পাস পেয়ে ঠাণ্ডা মাথায় তৃতীয় গোল করে সাত মিনিটের মধ্যে হ্যাটট্রিক সম্পন্ন করেন ফরাসি ফরোয়ার্ড।
বিরতির আগে ভিনিসিয়ুসের একটি গোল ভিএআরে বাতিল হয়, এবং চুয়োমেনির শট ক্রসবারে লাগার কারণে গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মেহদি তারেমি অলিম্পিয়াকোসের হয়ে গোল করে ব্যবধান কমান।
কিন্তু ৬০তম মিনিটে বক্সের মধ্যে সুযোগ কাজে লাগিয়ে এমবাপ্পে চতুর্থ গোল করে ব্যবধান আবার বাড়ান। ম্যাচের শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল স্ত্রেফেজারের ক্রস থেকে আয়ুব এল-কাবি গোল করে উত্তেজনা ফেরান। গ্রিক ক্লাবটি আরও একবার সমতা ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষদিকে তাদের পেনাল্টি দাবি উপেক্ষিত হয়।
এই জয়ের পর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে অবস্থান করছে।
মন্তব্য করুন

