শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ
expand
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পরবর্তীতে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। একই সঙ্গে রিয়াদের অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক পোস্টে স্বামীর একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় মাহমুদউল্লাহ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন।

জান্নাতুল কাওসার লিখেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য সবাই দোয়া করবেন—আল্লাহুম্মা বারিক লাহু।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত থাকার পর চিকিৎসকের পরামর্শে রিয়াদকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন