শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বলের আঘাতে প্রাণ গেল ক্রিকেটারের

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২১ এএম আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২২ এএম
মাত্র ১৭ বছর বয়সী তরুণ ক্রিকেটার বেন অস্টিন
expand
মাত্র ১৭ বছর বয়সী তরুণ ক্রিকেটার বেন অস্টিন

অস্ট্রেলিয়ার ক্রিকেটে নেমেছে শোকের ছায়া। মাত্র ১৭ বছর বয়সে বলের আঘাতে মারা গেছেন এক তরুণ ক্রিকেটার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার মেলবোর্নে। স্থানীয় ক্লাব ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ খেলোয়াড় বেন অস্টিন ছিলেন অত্যন্ত প্রতিশ্রুতিশীল একজন ক্রিকেটার। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় অটোমেটিক বোলিং মেশিন থেকে ছোড়া একটি বল তার মাথা ও গলার সংযোগস্থলে আঘাত হানে। সে সময় তিনি হেলমেট পরা অবস্থায় ছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার সকালে তার মৃত্যু হয়।

এক বিবৃতিতে ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব জানায়, “বেনের চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে পুরো ক্লাব ও স্থানীয় ক্রিকেট মহল শোকাহত।” ক্লাবটি আরও জানায়, বেন ছিলেন এক উদ্যমী খেলোয়াড়, অনুপ্রেরণাদায়ক নেতা এবং দারুণ চরিত্রের মানুষ।

এ ধরনের মৃত্যু ক্রিকেট দুনিয়ায় অত্যন্ত বিরল। অস্ট্রেলিয়ায় সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০১৪ সালে—যখন শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে বলের আঘাতে মারা যান জাতীয় দলের ব্যাটার ফিলিপ হিউজ। তার মৃত্যুর পর থেকেই ক্রিকেটে মাথা ও ঘাড়ের সুরক্ষা বাড়ানোর জন্য নানা পরিবর্তন আনা হয় এবং চালু করা হয় কনকাশন প্রটোকল।

বেন অস্টিনের মৃত্যু আবারও মনে করিয়ে দিল—ক্রিকেটের মতো নিরাপদ মনে হওয়া খেলাতেও কখনো কখনো জীবনসংহারী দুর্ঘটনা ঘটতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন