বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:২৪ পিএম
টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ
expand
টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগাররা দ্বিতীয় ওয়ানডের একাদশে কোনো পরিবর্তন আনেনি। ওয়েস্ট ইন্ডিজও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

এ বছর বাংলাদেশ ১০টি ওয়ানডে খেলেছে, যেখানে জয় এসেছে মাত্র দুই ম্যাচে। টানা চারটি ওয়ানডে সিরিজে পরাজয়ের সঙ্গে টাইগাররা মুখোমুখি। মিরপুরে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করলে বাংলাদেশের জন্য আরও একটি সিরিজ পরাজয় হিসেবে রেকর্ড হবে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে প্রতিটি সিরিজের ফল গুরুত্বপূর্ণ। তবে এই সিরিজ হারলেও টাইগারদের সামনে আরও সুযোগ রয়েছে। ভালো পারফরম্যান্সে তারা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করতে পারবে।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন