

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে ভারতের জয় সত্ত্বেও শিরোপা গ্রহণ করতে অস্বীকার করার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভিকে বিশেষ সম্মান জানানো হচ্ছে।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় দল পাকিস্তানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়, কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়।
এই সিদ্ধান্তের পেছনে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় পর্যটকের মৃত্যুর পর দুই দেশের মধ্যে সম্পর্ক তীব্র হয়।
ফাইনালে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন এবং জয় সত্ত্বেও ট্রফি গ্রহণের ব্যাপারে রাজি হননি। নাকভি তার অবস্থান অটল রাখেন, ফলে ভারতীয় দল শিরোপা না নিয়ে দেশে ফিরে যায়।
পরে নাকভি নিজেই ট্রফি নিজের কাছে রাখেন এবং সামাজিক মাধ্যমে জানান, ভারতীয় দল চাইলে অফিসিয়ালভাবে তার কাছ থেকে ট্রফি নিতে পারবে। নাকভি আরও বলেন, “আমি কোনো ভুল করিনি এবং বিসিসিআই’কে ক্ষমা চাইব না।”
এই দৃঢ় পদক্ষেপ পাকিস্তানে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাকে দেওয়ার জন্য গঠিত বিশেষ কমিটি ঘোষণা করেছে সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশন।
পাকিস্তানের দৈনিক দ্য নেশন জানায়, নাকভিকে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ প্রদান করা হবে। মূলত নৈতিক ও সাহসী পদক্ষেপের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা।
সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল বলেন, “নাকভির পদক্ষেপ দেশের মর্যাদা রক্ষা করেছে। এটি শুধু ক্রিকেটের ব্যাপার নয়, পাকিস্তানের সার্বভৌমত্ব ও সম্মানের প্রতীক।”
করাচিতে আয়োজন করা হবে স্বর্ণপদক প্রদানের অনুষ্ঠান। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    