

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ও পাকিস্তান আজ মুখোমুখি হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসরের অঘোষিত সেমিফাইনালে। ভারতের বিপক্ষে হারের পর সমীকরণ এখন স্পষ্ট। জিততে পারলে ফাইনাল, হারলেই বিদায়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এদিকে পাঁজরের চোটের কারণে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি লিটন দাস। এ কারণে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, তিনি আজকের একাদশে ফিরতে পারেন।
বিশেষ সূত্রে জানা গেছে, দেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে লিটন এতটাই মরিয়া যে, প্রয়োজনে পেইনকিলার খেয়েই মাঠে নামবেন। ভারতের বিপক্ষে হারের পর দলের পক্ষ থেকে জাকের আলীও জানিয়েছিলেন, লিটনকে ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করে দেখা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার অনুশীলনের সময় পাঁজরে চোট পান লিটন দাস। এরপর ভারতের বিপক্ষে ম্যাচে তাঁকে না পাওয়ায় অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল জাকের আলীকে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    