শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে না গেলে বাদ পড়বে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত আইসিসি বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে আইসিসি।

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিসিবি আগেই ভারতে দল না পাঠানোর অবস্থান তুলে ধরলে বিষয়টি আইসিসির বোর্ডসভায় ভোটাভুটিতে ওঠে। সভায় ভোটের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে তা কার্যকর করার আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মতামত জানাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ক্রিকইনফো।

ক্রিকইনফোর খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় আইসিসির একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়াসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইসিসির পক্ষ থেকে সভায় অংশ নেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা, হেড অব ইভেন্টস এবং লিগ্যাল অফিসার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X