শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
কেন উইলিয়ামসন
expand
কেন উইলিয়ামসন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিতে বাংলাদেশে পৌঁছেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে আজ সকালে ঢাকায় নামেন এই তারকা ব্যাটার। রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইঙ্গিত দিয়েছিলেন উইলিয়ামসনের আগমনের বিষয়ে। কোয়ালিফায়ার–১ এ চট্টগ্রাম রয়্যালসের কাছে পরাজয়ের পর তিনি জানিয়েছিলেন, শিগগিরই উইলিয়ামসন দলে যোগ দেবেন। সেই প্রত্যাশা পূরণ করেই আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান কিউই তারকা।

কয়েক দিন ধরেই রাজশাহী কর্তৃপক্ষ উইলিয়ামসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। দল চাইছিল তিনি কোয়ালিফায়ার–১ এর আগেই যোগ দিন। তবে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে ব্যস্ত থাকায় তখন তার আসা সম্ভব হয়নি।

সম্প্রতি এসএ২০ লিগে ডারবান সুপার জায়ান্টসের হয়ে নিজের দায়িত্ব শেষ করেন উইলিয়ামসন। ওই দলের আসর শেষ হওয়ায় এবার বিপিএলে খেলার সুযোগ তৈরি হলো তার সামনে।

ডারবানের হয়ে এবারের মৌসুমে খুব একটা ছন্দে ছিলেন না তিনি। প্রথম ম্যাচে ৪০ রান করলেও পরের ম্যাচগুলোতে তার ব্যাট থেকে আসে ১২, ২, ২২, ১২ ও ২২ রান। রাজশাহীর জার্সিতে সেই ব্যর্থতা পেছনে ফেলে নতুনভাবে শুরু করতে চাইবেন অভিজ্ঞ এই ব্যাটার।

রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামার কথা রয়েছে উইলিয়ামসনের। এই ম্যাচ দিয়েই বিপিএলে তার অভিষেক হতে যাচ্ছে। চলতি আসরে সবচেয়ে বড় আন্তর্জাতিক নাম হিসেবে তাকেই দেখা হচ্ছে।

বর্তমানে ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ সিলেট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় পেলেই শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেবে দলটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X