রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি, নেই সাকিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরকে সামনে রেখে আসন্ন নিলামের জন্য খেলোয়াড়দের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই), সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশ থেকে সাতজন ক্রিকেটার।

তবে তালিকায় নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং আইপিএলে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসানের নাম।

আইপিএল নিলামে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বেস প্রাইসে আছেন মোস্তাফিজুর রহমান। তার জন্য বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি।

দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ লাখ বেস প্রাইসে আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

এছাড়া এই নিলামে আছেন স্পিনার রাকিবুল হাসান। তার বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি। আগামী ১৬ ডিসেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল নিলাম। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের আসর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X