রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপের জন্য নতুন নিয়ম আনল ফিফা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আগামী বছরের গ্রীষ্মে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচের নিয়মে বড় পরিবর্তন আনলো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

খেলার সময় তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা থাকায় প্রতি অর্ধের মাঝামাঝি তিন মিনিটের পানি পানের বিরতি বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে ফিফা জানায় গরমের প্রভাব থেকে খেলোয়াড়দের সুরক্ষা দিতে এই নিয়ম কার্যকর করা হবে।

এর আগে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে ৩০ মিনিট খেলার পর ‘কুলিং ব্রেক’ দেওয়া হতো। নতুন নিয়মটি আগের নিয়মের পরিধি আরও বাড়িয়ে দিয়েছে।

২০২৬ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপটি হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, কারণ প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে।

তিন দেশের যৌথ আয়োজনে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো মাঠে গড়াবে ফুটবলের এই বৈশ্বিক উৎসব।

ফিফা ইতোমধ্যে টুর্নামেন্টের সূচিও প্রকাশ করেছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপ শুরুর আগেই এই নতুন পানি পানের বিরতি খেলোয়াড়দের জন্য স্বস্তি হিসেবে দেখা হচ্ছে, যা খেলার গতি বজায় রাখতে এবং শারীরিক ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X